সিরিজের প্রথম বই যেভাবে হাইপড করেছিল তাতে একটা ভয় ছিল সেকেন্ড বই সেই এক্সপেক্টেশন কে নষ্ট করে কিনা। শুরুতে দেরশো পেজ পরে রেখে দিয়েছিলাম। ব্যাস্ত হয়সিরিজের প্রথম বই যেভাবে হাইপড করেছিল তাতে একটা ভয় ছিল সেকেন্ড বই সেই এক্সপেক্টেশন কে নষ্ট করে কিনা। শুরুতে দেরশো পেজ পরে রেখে দিয়েছিলাম। ব্যাস্ত হয়ে গিয়েছিলাম অন্যান্য কাজে৷ তবে ননলিনিয়ার স্টোরিলাইন, সাথে আগের বই এর অসাধারণ সব চরিত্র, নতুন বই এর সদ্য পরিচিত চরিত্র গুলো যেন ডাকছিল আমাকে। ৩-৪ দিন একটানা ছুটি পেয়ে ভাবলাম বইটা ধরি আবার৷ ধরার ২৪ ঘন্টা পর টের পেলাম বাকি ৪০০ পেজ কিভাবে যেন শেষ হয়ে গেছে! স্টোরিলাইন আপনাকে আবারও হুকড করবে৷ ইভেন প্রথমবারের থেকে বেশি৷ রিডিং এক্সপেরিয়েন্স টা এত দারুন যে হাত থেকে নামানো সম্ভব হবে না কিছুদূর যাওয়ার পর। অনুবাদের কথা বলতে গেলে স্টিল, বছরের সেরা অনুবাদের একটা। লিটারেলি & ফিগারেটিভলি পার্ফেকশনের দিকে এগিয়ে চলেছেন অনুবাদক৷...more
লিটারেলি ব্রেথটেকিং!! মাত্র ১২০ পেজের নোভেলা তে লেখক যে খেলা দেখিয়েছেন তা কল্পনাতীত।
বইটার বাংলা অনুবাদ ও আছে। প্রথমে সেটা শুরু করেছিলাম, কিন্তু এত নলিটারেলি ব্রেথটেকিং!! মাত্র ১২০ পেজের নোভেলা তে লেখক যে খেলা দেখিয়েছেন তা কল্পনাতীত।
বইটার বাংলা অনুবাদ ও আছে। প্রথমে সেটা শুরু করেছিলাম, কিন্তু এত নিচু আর জঘন্য মানের অনুবাদ বই এর প্রতি বিরক্ত ধরিয়ে দিচ্ছিল। লেখকের নামের প্রতি সুবিচার করার জন্য পরে ইপাব নামিয়ে পড়লাম।
বই এর রিডিং এক্সপেরিয়েন্স পুরাপুরি নষ্ট না করতে চাইলে ইংলিশ টা ট্রাই করেন, ইভেন আপনি বিগেনার কেউ হলেও বাধবেন না এতটা প্রাঞ্জল ইংলিশে লেখা। আর ছোট্ট একটা নোভেলা, দারুন একটা এক্সপেরিয়েন্স হবে অর্জিনাল ভাষায় পড়ে।...more
ব্লাস্ট!!! শান্ত, শিষ্ট এডভেঞ্চার দিয়ে শুরু হয়েছিল প্রথম গল্প। পরিচিত হই এই নতুন পৃথিবীর সাথে, ভৌগোলিক আর তাদের দেবতাদের সাথে। কিন্তু সেকেন্ড গল্পে ব্লাস্ট!!! শান্ত, শিষ্ট এডভেঞ্চার দিয়ে শুরু হয়েছিল প্রথম গল্প। পরিচিত হই এই নতুন পৃথিবীর সাথে, ভৌগোলিক আর তাদের দেবতাদের সাথে। কিন্তু সেকেন্ড গল্পে কি আসতে যাচ্ছিল তা কল্পনার ও বাইরে ছিল।
রীতিমতো একটা Y/A লাইট ক্লাসিক ফ্যান্টাসি থেকে ডার্ক পলিটিক্যাল মুডে লেখক কিভাবে শিফট করলেন সেটা সত্যিই মাইন্ড ব্লোয়িং। আর পড়ার এক্সপেরিয়েন্স এতটা ভালো হবার কারন অনুবাদের দারুন কাজ। সত্যিই এক্সপেক্টেশন এর থেকে অনেক বড় পাওয়া ছিল সিরিজের ২য় বই। অধীর অপেক্ষাই থাকলাম সিরিজের তৃতীয় বই পড়ার।...more
বড় কলবরের বই এর ক্ষেত্রে নিজে আস্তে আস্তে আবিষ্কার করে নেওয়া যায় গল্পের পাতায় পাতায়। সেখানে এত ছোট একটা নোভেলাতে এত দ্রুত এনগেজড হয়ে যাব ভাবতে পবড় কলবরের বই এর ক্ষেত্রে নিজে আস্তে আস্তে আবিষ্কার করে নেওয়া যায় গল্পের পাতায় পাতায়। সেখানে এত ছোট একটা নোভেলাতে এত দ্রুত এনগেজড হয়ে যাব ভাবতে পারিনি। সত্যিই অতুলনীয় লেখা! আর সেই সাথে অন্যবদ্য অনুবাদ।...more
প্লটের- সাবপ্লটের যে অংশের দিকেই ফোকাস করে বলি না কেন এই কারনে ভিশাস অসাধারণ, তাও সেটা আন্ডারস্টেটমেন্ট হয়ে যায়। ঠিক তেমনি ভিশাস কে নির্দিষ্ট একটা জপ্লটের- সাবপ্লটের যে অংশের দিকেই ফোকাস করে বলি না কেন এই কারনে ভিশাস অসাধারণ, তাও সেটা আন্ডারস্টেটমেন্ট হয়ে যায়। ঠিক তেমনি ভিশাস কে নির্দিষ্ট একটা জনরাতে আবদ্ধ করাও সম্ভব নয়। ফ্যান্টাসি? অবশ্যই। সাথে আর কি নেই? কনটেমপোরারি, থ্রিলার, সাসপেন্স, সাইকোলজি? সবই অপেক্ষা করছে আপনার জন্য।
আমার জন্য ডেফিনেটলি এই বছরের সেরা ফ্যান্টাসি ভিশাস। (অবশ্য এখনো ভেঞ্জফুল বাকি আছে পড়া)
তবে আমাকে যদি বেছে নিতে বলা হয় ভিশাস কেন এত ভালো লেগেছে? তাহলে বলব অবশ্যই প্রতিটা চরিত্রের ডেপথ, মেইন প্লটের সাথে এতটা দারুন ভাবে মিশে গেছে যা খুব কমই এক্সপেরিয়েন্স করেছি৷
[বিস্তারিত? আসছে দ্রুতই ]
হাই ভোল্টেজ বই গুলোর অনুবাদ আমি সাধারণত পড়তে চাই না কারন, অনেক অনুবাদকই লেখকের প্যাটার্ন বা ভাইব তুলে আনতে পারেন না৷ কিন্তু সু অনুবাদক ঝিলিম বিশ্বাস প্রতিটা যায়গা থেকে নিজের সর্বোচ্চো দিয়ে অনুবাদ কে নেয়ার পার্ফেক্ট লেভেলে নিয়ে গেছেন। অনুবাদকের কাছে কৃতজ্ঞ বাংলা অনুবাদে এত অসাধারণ একটা বই সংযোজন করায়৷
তবে প্রোডাকশন ছিল এই বইয়ের সব থেকে হতাশা জনক দিক। পাতলা পলিথিন এর মত ডাস্ট কাভার, হলদেটে নীলক্ষেতের লোকাল ইংলিশ বইয়ের পেজের মত পেজ, " সচিত্র অনুবাদের " কিছু কিছু ইলাস্ট্রেশনের যে প্রিন্টিং দশা, তা না দিলেই ভালো হতো। অনির্বাণ এর কাছে একটা দারুন প্রোডাকশন আশা করেছিলাম কিন্তু হতাশ হতে হলো। আশা করি পরের বার প্রডাকশন নিয়ে উনারা একটু সতর্ক হবেন। ...more
এইগুলান পড়তে গেলে বোঝা যায় বয়স বেড়ে গেছে! আহা কত্ত না থ্রিল পাইছিলাম ৭-৮ বছর আগে। আহা কি রোমান্স, কি একশান! আর এখন সব ফ্লাট লাগে। স্টোরি আর ক্যারেএইগুলান পড়তে গেলে বোঝা যায় বয়স বেড়ে গেছে! আহা কত্ত না থ্রিল পাইছিলাম ৭-৮ বছর আগে। আহা কি রোমান্স, কি একশান! আর এখন সব ফ্লাট লাগে। স্টোরি আর ক্যারেক্টার ক্রিঞ্জ লাগে বেশির ভাগ টাইমে। তারমানে খুব খারাপ লাগছে সেইটা না, আগের ফিলের সাথে কম্পেয়ার করলাম আরকি!...more
ডাস্টকভার, স্পাইন, হার্ডকভার সবই ঠিক ছিল। কিন্তু নিজেকে হারানো শুরু করি ঠিক যেখান থেকে শুরু হয় মায়ার গল্প। মায়ার গল্প কোথা থেকে শুরু হয় জানেন? আমাডাস্টকভার, স্পাইন, হার্ডকভার সবই ঠিক ছিল। কিন্তু নিজেকে হারানো শুরু করি ঠিক যেখান থেকে শুরু হয় মায়ার গল্প। মায়ার গল্প কোথা থেকে শুরু হয় জানেন? আমার তো মনে হয় লেখকের লেখা প্রথম অক্ষর থেকেই। আস্তে আস্তে সে গল্পও ঝাপসা হতে শুরু করে আর পরাবাস্তব জগৎ এর সাথে শুরু হয় মিলে মিশে যাওয়ার খেলা। Bang bang. He shot me down Bang bang. I hit the ground Bang bang. That awful sound Bang bang. My baby shot me down'
নেজাম, অসীম, ইলা, বিনয়, নিরদ, কাকবিশারদ এমনকি লীলা পর্যন্ত টেনে নিয়ে গেছে তাদের গল্পের গভীর জগৎ এ। গল্পের জগৎ তৈরী করতে হলে গল্প বলা কিন্তু জরুরি নয়। জানিনা বাস্তবতার বাইরে গিয়ে লেখক শব্দের যে খেলা করেছেন, মনে যতটা দাগ কেটেছে তা কি লেখক মেলানোর চেষ্টা করেছেন? করুক বা না করুক, অনেক সময় আছে সাতার কাটার৷ জীবনের কুয়ো তে সাতার কাটতে কাটতে কখনো উত্তর পেলে জানিয়ে দেব উত্তর না খোজা কারোর কাছে।
❝যদি জোটে একটা পয়সা খাদ্য কিনিও ক্ষুধার লাগি জোটে যদি এরও অধিক আমায় ভিক্ষা দিও অনুরাগী❞ ...more
হরর-মিস্ট্রি রিডার্স দের জন্য অত্যান্ত সুপাঠ্য মোটামুটি বড় সাইজের উপন্যাস টি।
উপন্যাসের এই ব্যাপার টা দারুন লেগেছে, লেখক চরিত্র, ইভেন্ট সম্পর্কে হাত হরর-মিস্ট্রি রিডার্স দের জন্য অত্যান্ত সুপাঠ্য মোটামুটি বড় সাইজের উপন্যাস টি।
উপন্যাসের এই ব্যাপার টা দারুন লেগেছে, লেখক চরিত্র, ইভেন্ট সম্পর্কে হাত খুলে লিখেছেন, যদিও প্রয়জনের থেকে বেশিই বড় করে ফেলেছেন যা রাবার এর ফিল দিয়েছে, তবে আমার কাছে একটু ডিটেলস এ লেখা দারুন লাগে। এক কথায় লেখকের লিখনশৈলী বেশ ভালো ছিল।
পল্ট এর দিক থেকে আমার কাছে শেষের আগ পর্যন্ত ইউনিক লেগেছে । যদিও গল্প পার্সন টু পার্সন ভ্যারি করে, তবুও ইউনিক একটা গল্প এক্সিকিউশন এবং প্লটের তুলনায় যদিও এন্ডিং এ বেটার করার চান্স ছিল, সব মিলিয়ে আমার কাছে বেশি ভালোই লেগেছে।
আর কি চাই মৌলিক হরর মিস্ট্রি/ আরবান থ্রিলারে?
★গল্পের মাঝে ছোট কিছু যায়গাই খেয় হারিয়ে ফেলা, যেখানে কোনো ডিটেইলিং এর দরকার নেই সেখানে ২-৪ পাতা এক্সট্রা লেখা - সামান্য কিছু ভুল ছিল অবশ্য। যেগুলা চেষ্টা করেছি অভারলুক করে গল্পে ফোকাস করার। অবশ্য এগুলোর এফেক্ট যদি গল্পে পরতো তাহলে অবশ্যই তা অভারলুক করে যেতে পারতাম না।...more
সিদ্দিক ভাই খুব বড় সাইজের ফ্যান হিসাবে তার বই এর প্রতি আমার বিবেচনা বায়াসড হতেই পারে। কিন্তু তাই বলে খারাপ বলার সুযোগ নেই। অসাধারণ একজন স্টোরি টেলারসিদ্দিক ভাই খুব বড় সাইজের ফ্যান হিসাবে তার বই এর প্রতি আমার বিবেচনা বায়াসড হতেই পারে। কিন্তু তাই বলে খারাপ বলার সুযোগ নেই। অসাধারণ একজন স্টোরি টেলার লেখক। এতদারুন ভাবে ন্যারেশন এগিয়ে নিয়ে গেছেন, ৪০০ খানা পেজ যে পড়লেন তা মনেই হবে না। তারপরও বইতে আছে অনেক হিস্ট্রিকাল-মিথিক্যাল এনালাইসিস থিওরি সহ অনেক ইনফো। হিস্ট্রিকাল ফিকশন এ বিভাগে বাংলা মৌলিকে তার সমকক্ষ কাউকেই লাগে না।...more
বই পড়া শেষ আজ থেকে ১৫ দিন আগে। কিন্তু এই পাঠ প্রতিক্রিয়া দিয়ার ভয়ে চুপ চাপ বসে ছিলাম। যে বই এর প্লট এত এত ইউনিক, ফ্যান্টাসি মূল জনরা করে হাজার সাববই পড়া শেষ আজ থেকে ১৫ দিন আগে। কিন্তু এই পাঠ প্রতিক্রিয়া দিয়ার ভয়ে চুপ চাপ বসে ছিলাম। যে বই এর প্লট এত এত ইউনিক, ফ্যান্টাসি মূল জনরা করে হাজার সাব জনরা, যে বই কোনো শতকের কিছু সেরা বই এর একটা হয়ে উঠতে পারে সেই বই নিয়ে কিই বা বলব আমি!...more
বর্তমান সময়ের লেখকদের মাঝে আমার অন্যতম প্রিয় লেখক শরিফুল হাসান। ❝ অন্ধ জাদুকর ❞ নিয়ে আমার এক্সপেক্টেশন খুব না থাকলেও পড়ার ইচ্ছা ছিল অনেক বেশি। তারবর্তমান সময়ের লেখকদের মাঝে আমার অন্যতম প্রিয় লেখক শরিফুল হাসান। ❝ অন্ধ জাদুকর ❞ নিয়ে আমার এক্সপেক্টেশন খুব না থাকলেও পড়ার ইচ্ছা ছিল অনেক বেশি। তার পিছনে অবশ্য ব্যাক স্টোরি আছে একটা। তবে এক্সপেক্টেশন থাকলেও সেইটা অভারকাম করার ক্ষমতা ছিল এই মৃত্যুর মহান জাদুকরের গল্প। পড়ার এক্সপেরিয়েন্স টা ছিল খুবই অদ্ভুত৷ একই সাথে মনে হচ্ছিল বিশাল প্লটের কোনো গল্প পড়ছি, আবার মনে হচ্ছিল একটা গল্পের প্রোলগ মাত্র বইটা।
লেখনী এত দারুন যে শব্দ গুলো ছবির মত চোখে ভেসেছে৷ সেই সাথে এত ক্যারেক্টার, এত ব্যাক স্টোরি, গল্পের বর্তমান সময় সব মিলিয়ে অনেক কমপ্লেক্স একটা প্লট যেখানে শেষ চ্যাপ্টারের আগ পর্যন্ত ধারনা বেশ কঠিন ছিল প্রটাগনিস্ট, এন্টাগোনিস্ট কে বা কার দলের সাথে কারা ছিল। তারপরও গল্পের কোথাও কোনো সাসপেন্স এর অভাব ছিল না, আর সাবলিল আর ফাস্ট পেসড ন্যারেশন তো লেখকের সিগনেচার প্যাটার্ন!
তবে একটা যায়গাই ঘুরে ফিরে আসতে বাধ্য হচ্ছি যে গল্পের ব্যাপ্তি অনেক বিশাল হতে পারতো কিন্তু লেখক সেই বিশাল ব্যাপ্তিকে যেন খুব বেশি ছোট গন্ডির ভেতরে এনে বাকিটা ক্লিফহ্যাং এ রেখেছেন৷
এক কথায় সেকেন্ড বইটা যদি এর কাছাকাছিও হয় আর গল্পটা ঠিক ভাবে শেষ করেন, তাহলে পূর্নাঙ্গ অবস্থায় একটা অন্যতম সেরা একটা ডুয়োলজি পারে৷ ( রেটিং আর রিভিউ দেখে সন্দেহ ধরে গেছে মনে)...more
আমিনুল ইসলামের থ্রিলার পড়ে যতটা আশাহত হয়েছিলাম তার ফ্যান্টাসি ততটাই চমৎকার ভাবে সারপ্রাইজ দিয়েছে। সাবলিল ভাষায় একটার পর একটা শব্দ গেথে ওয়ার্ল্ড বআমিনুল ইসলামের থ্রিলার পড়ে যতটা আশাহত হয়েছিলাম তার ফ্যান্টাসি ততটাই চমৎকার ভাবে সারপ্রাইজ দিয়েছে। সাবলিল ভাষায় একটার পর একটা শব্দ গেথে ওয়ার্ল্ড বিল্ডিং এর কাজটা করে গেছেন দারুন ভাবে৷ শুরু থেকে শেষ পর্যন্ত বই ছিল পুরাপুরি পেজ টার্নার। যদিও কাহিনীর এক প্রকার শেষ নামাতে লেখক প্রচন্ড তাড়াহুড়ো করেছেন তারপরও এত দারুন মৌলিক একটা ফ্যান্টাসির জন্য লেখক প্রশংসার দাবিদার।...more
শেষ হলো সাম্ভালার সাথে চলা দীর্ঘ ৫ মাসের পথ। ট্রিলোজির প্রথম খন্ড পড়ে ব্রেক নিই ৩ তারপর অবশেষে শেষ যাত্রা। তবে পুরো যাত্রাটা কি প্রথম আর শেষের মত ছিলশেষ হলো সাম্ভালার সাথে চলা দীর্ঘ ৫ মাসের পথ। ট্রিলোজির প্রথম খন্ড পড়ে ব্রেক নিই ৩ তারপর অবশেষে শেষ যাত্রা। তবে পুরো যাত্রাটা কি প্রথম আর শেষের মত ছিল? এটলিস্ট আমার কাছে লাগেনি।
বই এর প্রথম প্রকাশ এর সময় এর কথা ভাবলে বেশ অবাক লাগবে। সাল ২০১২, রাজত্ব করছেন হুমায়ূন আহমেদ। পাঠক মহলে হিমু, মিসির আলির জয়জকার। ঠিক সেই সময় এমন একটা জনরা নিয়ে লেখক এলেন যেটা নিয়ে আগে লেখা হলেও পূর্নতা দিতে পারেনি দুই বাংলার কোথাও।
আজ ১১ বছর পর এসে হয়তো কনসেপ্ট গুলা আমাদের কাছে আর নতুন নেই। তবুও শরীফুল হাসান স্বার্থক তার সাম্ভালার প্রভাব বিস্তারে।
(This rating is not based on the whole series.)...more