প্লট ভালো হলেও দুর্বল লেখনী, গাদা গাদা অপ্রয়োজনীয় তথ্য উইকি থেকে ডাম্প, একই কথার বারবার ঘুরিয়ে ফিরিয়ে ব্যাবহার বইটিকে সাধারণের থেকেও নিচের কাতারে প্লট ভালো হলেও দুর্বল লেখনী, গাদা গাদা অপ্রয়োজনীয় তথ্য উইকি থেকে ডাম্প, একই কথার বারবার ঘুরিয়ে ফিরিয়ে ব্যাবহার বইটিকে সাধারণের থেকেও নিচের কাতারে এনে দাড় করিয়েছে। কাউকে রিকমেন্ড করার মতো না। কারো অঢেল সময় থাকলে পড়ে দেখতে পারেন।...more
জল জঙ্গল নরখাদক সমগ্র আমার কাছে একটা আয়েশী বই। আরাম করে সময় নিয়ে তারিয়ে তারিয়ে এর প্রত্যেকটা গল্পের রস আমি আহরণ করি। দুবার তিনবার করে পড়ি।
জঙ্গলজল জঙ্গল নরখাদক সমগ্র আমার কাছে একটা আয়েশী বই। আরাম করে সময় নিয়ে তারিয়ে তারিয়ে এর প্রত্যেকটা গল্পের রস আমি আহরণ করি। দুবার তিনবার করে পড়ি।
জঙ্গল নিয়ে পড়ে থাকতে আমার ককখনো একঘেয়েমি লাগে না। শিশির বিশ্বাস অনেক যত্ন নিয়ে গল্পগুলো লিখেছেন। ওঙ্কারনাথ ভট্টাচার্যও ঠিক একই রকম যত্ন নিয়ে বইটির সমস্ত অলংকরণ করেছেন। মোট কথা বইটি যত্ন নিয়ে নিজের কাছে রাখার মতো একটা বই। তৃতীয় খন্ডটা আমার দিকে তাকিয়ে উকিঝুকি মারছে। ফেলে রাখাটা ঠিক হবে না।...more
ভবতারণ চাটুজ্জের চার চারটি উপাখ্যান দিয়ে সাজানো 'প্রেতযক্ষ ও অন্যান্য'। গল্পবলিয়ে চরিত্র বাংলা সাহিত্যে কিন্তু কম নেই। বিভূতিভূষণের তারানাথ আর সত্যজভবতারণ চাটুজ্জের চার চারটি উপাখ্যান দিয়ে সাজানো 'প্রেতযক্ষ ও অন্যান্য'। গল্পবলিয়ে চরিত্র বাংলা সাহিত্যে কিন্তু কম নেই। বিভূতিভূষণের তারানাথ আর সত্যজিৎের তারিণী খুড়ো তন্মধ্যে আমার সবচেয়ে প্রিয়। 'ভবতারণ' ও ধীরে ধীরে সেই প্রিয়র কাতারেই পড়ে গেছে। কিশোর ভারতী, নবপত্রিকা সহ বেশ কটি শারদীয়াতে এখন ভবতারণকে প্রায়ই দেখা যায়।
বইটির প্রথম গল্প - তেলিয়াভোলা শারদীয়া কিশোর ভারতী ১৪৩০ এ প্রকাশিত হয়েছিল। ঠিক তার আগের বছর প্রকাশিত 'ডাইনিবুড়ি' পড়েই স্থীর বিশ্বাস ছিল ১৪৩০ এও আসবে ভবতারণ। এবং বলা বাহুল্য কিশোর পাঠক উপযোগী এই 'তেলিয়াভোলা' গল্পটি আমাকে বিষ্মিত করেছিল।
দ্বিতীয় গল্প - প্রেতযক্ষ সবচেয়ে প্রিয় এবং আমার মতে এই বইয়ের শ্রেষ্ঠ লেখা এইটা। শারদীয়া নবপত্রিকা ১৪৩০ এ প্রকাশিত। পড়তে গিয়ে অদ্ভুত এক দুঃখবোধ আমাকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরেছিল।
তৃতীয় লেখা - কাউরীবুড়ির মন্দির পুরোনো লেখা। উপন্যাস হিসেবে পড়েছিলাম। ভবতারণকে সম্ভবত এখান থেকেই পেয়েছি আমি। ভয়াল রসের আরেকটি মাস্টারপিস এইটা।
চতুর্থ ও শেষ লেখা - হাড়িকাঠ তন্ত্র আর সাথে গোয়েন্দা গোয়েন্দা একটা পরিবেশ গল্পটাতে অন্যরকম এক স্বাদ এনে দিয়েছে। এই গল্পটিও বেশ পুরাতন। এই সময় শারদীয়া ১৪২৮ এই গল্পটি 'ওই মাঠটাই কেউ যেও না' শিরোনামে প্রকাশিত হয়েছিল। তুলনামূলকভাবে বাকি তিনটির চেয়ে এটা খানিকটা দুর্বল লেখা।
তো পাঠক, বইটির সবগুলো লেখায় আমার পূর্বে পড়া ছিল। দ্বিতীয়বার পড়তে গিয়ে ভবতারণকে আরেকটু ভালোবেসে ফেলেছি এই আরকি। আপনারা পড়ে দেখতে পারেন। ভালো লাগবে অবশ্যই।...more
ড্রাগলর্ড সিরিজের সাথে সময়টা আমার বেশ বাজেভাবেই কাটলো। বোধ করি এর থেকে ছন্নছাড়া থ্রিলার আমি খুব বেশি পড়িনি। চরিত্রগুলো ভীষন দুর্বল। কারো প্রতি লেখকড্রাগলর্ড সিরিজের সাথে সময়টা আমার বেশ বাজেভাবেই কাটলো। বোধ করি এর থেকে ছন্নছাড়া থ্রিলার আমি খুব বেশি পড়িনি। চরিত্রগুলো ভীষন দুর্বল। কারো প্রতি লেখকের ফোকাস নেই। ২য় খন্ডতে ডিলানকে ভীষণ কাজের মনে হয়েছিল। এ খন্ডতে প্রথম একশ পৃষ্ঠাতে দুই তিনটা সংলাপ ছাড়া তাকে আর খুঁজে পাওয়া যায় না। পুরো বইতেও তার ভূমিকা খুব একটা চোখে পড়ার মতো না।
এমনিতেই ক্ষুদ্র বই। প্রধান চরিত্র বলে তেমন কাউকে দাগানো যাবে না। ফলে সবগুলো চরিত্রের গুরুত্বই সমান। এখন এতোগুলো চরিত্রকে প্রধান চরিত্রের মতো ফুটিয়ে তোলা কিন্তু দুঃসাধ্য। তবুও সম্ভব যদি একটা নির্দিষ্ট প্ল্যান অনুযায়ী পরপর ঘটনাগুলো নির্দিষ্ট লেয়ারে লিংক অনুযায়ী সাজানো যেত। গল্প পড়তে গিয়ে আমি বুঝতেই পারিনি কার কি প্ল্যান। যেন একটা দিনলিপি পড়ছি। যা ঘটার তাই ঘটছে। কিন্তু কেন ঘটছে বা ঘটাচ্ছে তা হয়তো ঐ চরিত্র নিজেও জানে না।
সিরিজটার খোঁজ পেয়েছিলাম তানভীর আহমেদ সৃজনের 'গল্প সিরিজ' পড়তে গিয়ে। সেখানে তার উচ্ছ্বসিত প্রশংসাই আমাকে আগ্রহী করে তুলেছিল। কিন্তু তার মতো আমি মোটেই মুগ্ধ হতে পারি নি। হতে পারে সময়টাই খারাপ যাচ্ছে।...more
খরচার দিক থেকে চিন্তা করলে গত কয়েকবছরে এটাই সবচেয়ে উপরে থাকবে। পাক্কা ১২০০/= টাকা খরচা হয়েছিল। কিন্তু সত্যি বলছি এর চেয়ে টপ নচ গ্রাফিক নভেল আপনি দখরচার দিক থেকে চিন্তা করলে গত কয়েকবছরে এটাই সবচেয়ে উপরে থাকবে। পাক্কা ১২০০/= টাকা খরচা হয়েছিল। কিন্তু সত্যি বলছি এর চেয়ে টপ নচ গ্রাফিক নভেল আপনি দুটো পাবেন না।...more
এই গল্প পড়লে আপনার মনে হবে তদন্ত প্রক্রিয়া একদম ডালভাত রকমের সহজ জিনিস। ক্ষুরধার মস্তিষ্কের কোন প্রয়োজন নাই। শুধু পলিটিক্যাল পাওয়ার সংশ্লিষ্ট বাধাএই গল্প পড়লে আপনার মনে হবে তদন্ত প্রক্রিয়া একদম ডালভাত রকমের সহজ জিনিস। ক্ষুরধার মস্তিষ্কের কোন প্রয়োজন নাই। শুধু পলিটিক্যাল পাওয়ার সংশ্লিষ্ট বাধাবিপত্তি যদি না থাকে তাহলে পৃথিবীর যেকোন হত্যা রহস্য জলের মতো তরতর করে সমাধান করা পুলিশের পক্ষে সম্ভব। আস্ত একটা টিভি চ্যানেল হ্যাক করার কথা নাইবা বললাম। ...more
Really, I enjoyed this story. It started out as a typical Harlan Coben but the ending was actually a happy one. It was a little predictable but so glaReally, I enjoyed this story. It started out as a typical Harlan Coben but the ending was actually a happy one. It was a little predictable but so glad it turned out good, or better than it could have....more
অনেকদিন পর একটা নির্মল, সুন্দর, মন খারাপ করা গল্পগ্রন্থ এই দশদিন ধরে পড়লাম। মাত্র ১৫ টা গল্প, পৃষ্ঠা সংখ্যা ১৫০। এতো ছোট্ট একটা বই এতোটা লম্বা সময় নঅনেকদিন পর একটা নির্মল, সুন্দর, মন খারাপ করা গল্পগ্রন্থ এই দশদিন ধরে পড়লাম। মাত্র ১৫ টা গল্প, পৃষ্ঠা সংখ্যা ১৫০। এতো ছোট্ট একটা বই এতোটা লম্বা সময় নিয়ে আমি কখনো পড়িনি। কিন্তু এই বইটার ব্যাপারটাই ছিল আলাদা। প্রত্যেকটা গল্প পড়ার পর একধরনের মন খারাপের আবেশ আমাকে ঘিরে ফেলতো। পরের গল্পটা আর পড়তে ইচ্ছে করতো না। ইচ্ছে করতো সদ্য পড়া গল্পটা নিয়ে খানিক চিন্তা করতে, মন খারাপের সময়টাকে আরেকটু দীর্ঘ করতে। আমি কখনো এই বইয়ের দুটো গল্প একসাথে পড়তে পারিনি। হরর ঘরানার বাইরে এসে লেখক তার সাবলীল গদ্যে যে এরকম একটা বই উপহার দেবে এ সত্যিই আশার অতীত ছিল। পাঠকদের জন্য গল্পগুলোর তালিকা সংযোজন করলাম।
কেরানিগঞ্জের কেরানি ও মুক্তিযুদ্ধ অন্য আকাঙ্ক্ষা মৃত্যু জাতিকা বৃদ্ধাশ্রম গোয়ালন্দ ঘাট আশ্রয় কুটির মনস্তাত্ত্বিক বৃক্ষ দেবতা মাছ লজেন্স বিন্নি ধানের ক্ষেত বিজয়িনী অসুখ নামের সুখ বইপাড়া ও বারবনিতা চাঁদপুরের ইলিশ অথবা ভূতের গল্প বেলজিয়াম কাচের আয়না...more
নিখাদ আনন্দ আর মজা পেতে চাইলে বসে পড়ুন পটেদা নিয়ে। পটেদার উদ্ভট সব ব্যাবসার আইডিয়া, আর প্লাসদা (পলাশদা) কে টাইট দেওয়ার নতুন নতুন সব ফন্দি এই দুটো নিখাদ আনন্দ আর মজা পেতে চাইলে বসে পড়ুন পটেদা নিয়ে। পটেদার উদ্ভট সব ব্যাবসার আইডিয়া, আর প্লাসদা (পলাশদা) কে টাইট দেওয়ার নতুন নতুন সব ফন্দি এই দুটো মিলেমিশে হাসতে হাসতে ভিমড়ি আপনাকে খেতেই হবে। বিশেষ করে নাটক টা আর পটেদার গোয়েন্দাগিরি খুউব সাবধানে পড়বেন। বলে রাখলুম। ...more
বইটির পরতে পরতে দারুণ উত্তেজনা অনুভব করেছি আমি। প্রত্যেকটা লেয়ারে ছিল অভাবনীয় সব টুইস্ট। গতিময় রহস্য উপন্যাস বলতে যা বোঝায় তার উৎকৃষ্ট উদাহরণ হচ্ছবইটির পরতে পরতে দারুণ উত্তেজনা অনুভব করেছি আমি। প্রত্যেকটা লেয়ারে ছিল অভাবনীয় সব টুইস্ট। গতিময় রহস্য উপন্যাস বলতে যা বোঝায় তার উৎকৃষ্ট উদাহরণ হচ্ছে এইটা।...more
ছোট্ট একটা গল্পকে টেনেটুনে প্যাচায়ে পুচায়ে বড় করল ঠিক আছে। তাই বলে ক্লিফহ্যাঙ্গার দিয়ে শেষ করবে! আমি লেখকের চিন্তাটাকেই ধরতে পারিনি (ধরে নিছি এটা ছোট্ট একটা গল্পকে টেনেটুনে প্যাচায়ে পুচায়ে বড় করল ঠিক আছে। তাই বলে ক্লিফহ্যাঙ্গার দিয়ে শেষ করবে! আমি লেখকের চিন্তাটাকেই ধরতে পারিনি (ধরে নিছি এটা আমার ব্যার্থতা)। সবগুলো চরিত্র নেশাখোর, না হয় যৌনখোর। গল্পের আগামাথা নাই। ইচ্ছে হলো মেরে দিলাম, হোক সে পুলিশ বা অন্য কেউ। পুলিশি ব্যাবস্থার দিক থেকে বাংলা সিনেমা আর যৌনতার দিক থেকে তো হলিউড সিনেমা ফেইল। বাই দ্য রাস্তা, ক্লিফহ্যাঙ্গার যেহেতু আছে সেহেতু সিকুয়েল এটার আসবে। তয় আমি পড়তাম না। ...more
পুরাণ পড়তে গেলেই দেবতাদের উপর থেকে আমার ভক্তি শ্রদ্ধা বাপ বাপ করে পালায়। আমার মাথায় হান্দায় না, সারাদিন যারা ইয়ে করার জন্য ইয়ে হয়ে থাকে তারা দেপুরাণ পড়তে গেলেই দেবতাদের উপর থেকে আমার ভক্তি শ্রদ্ধা বাপ বাপ করে পালায়। আমার মাথায় হান্দায় না, সারাদিন যারা ইয়ে করার জন্য ইয়ে হয়ে থাকে তারা দেবতা হয় কিভাবে? তবে নিখাদ বাঙালি একটা চিজ। এসব পুরাণ কে এমন সরস উপায়ে উপস্থাপন করা উনার পক্ষেই সম্ভব। কিন্তু সমস্যা একটাই। বেশিক্ষণ পড়তে গেলে মাথা ঝিমঝিম করে ওঠে। আমি একসাথে দুটো গল্প পড়ে উঠতে পারি নি এই মাথা ঝিমঝিম রোগের জন্য। কয়েকটা গল্প তো প্রচন্ডরকম একঘেয়ে। তয় প্রথম দুটো গল্প পর্যন্ত আপনাকে চরম বিনোদনে নিমজ্জিত রাখবেন লেখক এ আমি বাজি রেখে বলছি। বাকিটুকু যাচাই করে দেখুন। ...more
Another really good book in this series! I think that Kaga is an awesome character, and I love the way he goes about solving a case! He finds the littAnother really good book in this series! I think that Kaga is an awesome character, and I love the way he goes about solving a case! He finds the little things, that seemingly aren't relevant, and puts it all together like a jigsaw puzzle. Be it shrines, cocoa, or even the type of paper used to make origami cranes, nothing gets by Kaga! I sure hope more of his books are coming my way!
Thanks to Salman & Ishraque Arnob bro for this brilliant translation. ...more