Asadullah Hill Galib's Reviews > পথের দাবী
পথের দাবী
by
by
শরৎচন্দ্রের জীবদ্দশায় সবচেয়ে বেশী বিক্রি হওয়া বই সম্ভবত - পথের দাবী।
গোঁড়া এক ব্রাহ্মণ যুবকের বার্মা গমন, সেখানে এক খ্রিস্টান মেয়ের (ভারতী) সাথে প্রথমে ঝগড়া, পরে সহযোগিতা্র সম্পর্ক, শেষে বন্ধুত্ব হয়ে তা একেবারে ভালবাসায় রূপ নেয়। মাঝখানে অনেক কাহিনী, অনেক ট্রাজেডি।
উপন্যাসের একটি শক্তিশালী চরিত্র এক উগ্র দেশপ্রেমিক (ডাক্তারবাবু)। শরৎচন্দ্র এই ডাক্তারবাবুর ছুতো ধরে, পথের দাবী নামে এক সংগঠনের ছায়ায় অনেক জ্ঞান দিয়েছেন সুযোগমত। জ্ঞানের বিষয়বস্তু - ব্রিটিশ আমলের দেশপ্রেম, বিপ্লব, ইত্যাদি, ইত্যাদি। বাংলা সাহিত্যে বিপ্লবের অনেক ছড়াছড়ি, এবং তার দরুন বিপ্লবের বই টই পড়ার অভ্যাস থাকায় এই বইয়ের এত বিপ্লবের কচকচানি ভালো লাগে নি খুব একটা। বিপ্লবের অংশ বাদ দিলে ভালই লেগেছে বইটা।
ভারতীও বেশ শক্তিশালী চরিত্র। শরৎচন্দ্রের বইগুলোর এটা একটা উল্লেখযোগ্য বৈশিষ্ট, উনি নারী চরিত্রকে বেশ গুরুত্ব দিয়ে সাজান, এবং প্রায়শই নায়ককে ডিঙ্গিয়ে নায়িকাকেই প্রধান চরিত্র রূপে উপস্থাপন করেন - চরিত্রহীন, শেষ প্রশ্ন ইত্যাদি বইতেও এ ব্যাপারটা লক্ষণীয়। সেই যুগের হিসেবে এই ধরনের নারী কেন্দ্রিক লেখনী বেশ শক্তি বহন করে, নারী জাগরণের অন্যতম মাধ্যম হওয়ার কথা এই বইগুলোর। অথচ বেগম রোকেয়াদের সাথে শরতবাবুর নামটা কখনও আসতে শুনি নি।
যাই হোক, এই বইতে ভারতীর মাধ্যমে হিন্দু সমাজে ছোঁয়াছুঁয়ি টাইপের কুসংস্কারগুলোকে বিদ্রুপ করেছেন লেখক, একই সাথে নারী জাগরণ নিয়েও কিছু মেসেজ দিয়েছেন।
গোঁড়া এক ব্রাহ্মণ যুবকের বার্মা গমন, সেখানে এক খ্রিস্টান মেয়ের (ভারতী) সাথে প্রথমে ঝগড়া, পরে সহযোগিতা্র সম্পর্ক, শেষে বন্ধুত্ব হয়ে তা একেবারে ভালবাসায় রূপ নেয়। মাঝখানে অনেক কাহিনী, অনেক ট্রাজেডি।
উপন্যাসের একটি শক্তিশালী চরিত্র এক উগ্র দেশপ্রেমিক (ডাক্তারবাবু)। শরৎচন্দ্র এই ডাক্তারবাবুর ছুতো ধরে, পথের দাবী নামে এক সংগঠনের ছায়ায় অনেক জ্ঞান দিয়েছেন সুযোগমত। জ্ঞানের বিষয়বস্তু - ব্রিটিশ আমলের দেশপ্রেম, বিপ্লব, ইত্যাদি, ইত্যাদি। বাংলা সাহিত্যে বিপ্লবের অনেক ছড়াছড়ি, এবং তার দরুন বিপ্লবের বই টই পড়ার অভ্যাস থাকায় এই বইয়ের এত বিপ্লবের কচকচানি ভালো লাগে নি খুব একটা। বিপ্লবের অংশ বাদ দিলে ভালই লেগেছে বইটা।
ভারতীও বেশ শক্তিশালী চরিত্র। শরৎচন্দ্রের বইগুলোর এটা একটা উল্লেখযোগ্য বৈশিষ্ট, উনি নারী চরিত্রকে বেশ গুরুত্ব দিয়ে সাজান, এবং প্রায়শই নায়ককে ডিঙ্গিয়ে নায়িকাকেই প্রধান চরিত্র রূপে উপস্থাপন করেন - চরিত্রহীন, শেষ প্রশ্ন ইত্যাদি বইতেও এ ব্যাপারটা লক্ষণীয়। সেই যুগের হিসেবে এই ধরনের নারী কেন্দ্রিক লেখনী বেশ শক্তি বহন করে, নারী জাগরণের অন্যতম মাধ্যম হওয়ার কথা এই বইগুলোর। অথচ বেগম রোকেয়াদের সাথে শরতবাবুর নামটা কখনও আসতে শুনি নি।
যাই হোক, এই বইতে ভারতীর মাধ্যমে হিন্দু সমাজে ছোঁয়াছুঁয়ি টাইপের কুসংস্কারগুলোকে বিদ্রুপ করেছেন লেখক, একই সাথে নারী জাগরণ নিয়েও কিছু মেসেজ দিয়েছেন।
Sign into Goodreads to see if any of your friends have read
পথের দাবী.
Sign In »
Reading Progress
April 1, 2020
–
Started Reading
April 4, 2020
–
Finished Reading
April 10, 2020
– Shelved

