Saumen's Reviews > পথের দাবী
পথের দাবী
by
by
ইয়েস, বইয়ে যে জাত বর্ণ নির্বিশেষে ইংরেজদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করা হয়েছে, সত্যি। এব্যাপারে শরৎবাবু শক্ত মতামত দিয়েছেন।তার মধ্যে একটুখানি শরৎচন্দ্রীয় প্রেমও আছে। আর প্রেমের দার্শনিক রূপব্যখ্যায় শরৎ তো একমেবাদ্বিতীয়ম।
তবে তিনি প্রেমের সাথে বিপ্লবের যে ডুয়াল ফ্রন্ট ওপেন করেছেন, তাতে করে বিপ্লবের আগুনটা কেমন যেন মিইয়ে গেছে। ব্রিটিশ রাজশক্তি এই দুর্বল আগুনে বইকে নিষিদ্ধ করেছিলেন, তাহলে স্বদেশি বিপ্লবের সপক্ষে জোরালভাবে লেখা বইগুলি তো সাক্ষাৎ শমন!
কাহিনীর প্রেমিক নায়কের হৃদয়ের দুর্বলতায় বিপ্লবের ভাষা ঠিক জোর পায়নি। More fire was needed.
তবে তিনি প্রেমের সাথে বিপ্লবের যে ডুয়াল ফ্রন্ট ওপেন করেছেন, তাতে করে বিপ্লবের আগুনটা কেমন যেন মিইয়ে গেছে। ব্রিটিশ রাজশক্তি এই দুর্বল আগুনে বইকে নিষিদ্ধ করেছিলেন, তাহলে স্বদেশি বিপ্লবের সপক্ষে জোরালভাবে লেখা বইগুলি তো সাক্ষাৎ শমন!
কাহিনীর প্রেমিক নায়কের হৃদয়ের দুর্বলতায় বিপ্লবের ভাষা ঠিক জোর পায়নি। More fire was needed.
Sign into Goodreads to see if any of your friends have read
পথের দাবী.
Sign In »

